দেশজুড়ে

নাটোরে নতুন করে আক্রান্ত ৪২

করোনাভাইরাসে নাটোরে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে আরও ৪২ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ৬৭ শতাংশ।

Advertisement

মৃত ব্যক্তি হলেন নাটোর সদর উপজেলার গোকুলনগর গ্রামের আক্কেল আলী (৩৮)। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অপরদিকে ৬৭ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের (আক্রান্তের হার ৬৭ শতাংশ) শরীরে সংক্রমণ পাওয়া যায়। এদের মধ্যে নাটোর সদরে ২৭ জন, সিংড়ায় ১২ জন, গুরুদাসপুরে একজন ও বাগাতিপাড়ায় দুইজন রয়েছেন।

নাটোরের সিভিল সার্জন অফিস এতথ্য নিশ্চিত করেছে।

Advertisement

নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান বলেন, নাটোরে আজ আক্রান্তের সংখ্যা অনেক বেড়েছে। পারসেন্টেজের পরিমাণ অনেক বেশি। এ অবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলতে হবে। তা নাহলে নাটোর ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে পারে।

নাটোর সদর হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে করোনা ইউনিটে ৩১টি শয্যা রয়েছে। তবে এ শয্যার বিপরীতে বর্তমানে ৩৩ জন করোনা রোগী চিকিৎসাধীন।

নাটোর সদর হাসপাতালের উপপরিচালক ডা. পরিতোষ কুমার বলেন, ৩১টি ক্যানোলা অক্সিজেন সিলিন্ডার এবং ছোট ছোট সিলিন্ডার দিয়ে চিকিৎসা কার্যক্রম চলছে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ জুন) পর্যন্ত নাটোরে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৯৪০ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৫০১ জন। মৃত্যু হয়েছে ২৮ জনের। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নাটোর ও সিংড়া পৌর এলাকায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

রেজাউল করিম রেজা/এসআর/এমকেএইচ

Advertisement