বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে আরও ২৫ জন আক্রান্ত হয়েছেন।
Advertisement
মঙ্গলবার (৮ জুন) বেলা ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এতথ্য নিশ্চিত করেন।
করোনায় মৃতরা হলেন- জয়পুরহাটের শাহিদা(৬৮), গাইবান্ধার সাঘাটা এলাকার জোবেদা (৬০) এবং বগুড়া সদরের নজরুল ইসলাম (৬৯)। এরা সবাই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সোমবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৭৩টি নমুনায় ২৩ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঁচটি নমুনা পরীক্ষায় দুইজনের পজিটিভ এসেছে। গত ২৪ ঘণ্টায় ১৭৮টি নমুনার ফলাফলে সদরে ১৮ জন, আদমদীঘি চারজন, শেরপুরে দুইজন এবং সোনাতলায় একজন নতুন করোনায় আক্রান্ত হয়েছেন।
Advertisement
মঙ্গলবার সকালে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বগুড়ায় এ পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত ১২ হাজার ৪২৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৮৭৪ জন। মৃত্যু হয়েছেন ৩২২ জনের। চিকিৎসাধীন ২৩০ জন।
এসআর/এএসএম