জাতীয়

জিল্লুর রহমানের মরদেহ শহীদ মিনারে

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে। সেখানে সকল ধরনের প্রস্তুতি নিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস জানান, বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে মরদেহ শহীদ মিনারে আনা হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রয়াত এ শিক্ষাবিদের কফিন এখানে রাখা হবে।জানা যায়, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর জিল্লুর রহমানের মরদেহ জানাজার জন্য নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে।মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ঢাকার বনানীতে নিজের বাসায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন জিল্লুর রহমান সিদ্দিকী। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

Advertisement