গণমাধ্যম

পিস টিভি বন্ধের দাবি ওলামা মাশায়েখদের

পিস টিভি বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশের ওলামা মাশায়েখরা। শনিবার সকাল ১০টায় পুলিশ হেড কোয়ার্টাসে পুলিশ ও বাংলাদেশের ওলামা মাশায়েখদের মধ্যে আলোচনা সভায় আইজিপি একেএম শহীদুল হকের কাছে এ দাবি জানান তারা।সভা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের কর্মকর্তা মো. নাইম উদ্দিন জাগো নিউজকে জানান,  মাশায়েখরা অভিযোগ করেন পিস টিভি ইসলামকে বিভ্রান্ত করে কুরআন হাদিসের অপব্যাখ্যা চালায়। নামাজ পড়ার ধরণ নিয়ে তারা অপব্যাখ্যা করে। বিভিন্ন ফেতনা সৃষ্টি করে। বছরের পর আমরা শবে-ই-বরাত পালন করে আসলেও পিস টিভি বলে এগুলো পালান করা যায় না। তাই তারা পিস টিভি বন্ধের সুপারিশ করেন। সুপারিশের পরিপ্রেক্ষিতে পুলিশের আইজিপি বলেন, মাশায়েকরা কি কি কারণে পিস টিভি বন্ধ করতে চান সে সব কারণ পয়েন্ট আকারে দিলে তা তথ্যমন্ত্রণালয়ে পাঠিয়ে বন্ধের ব্যবস্থা করা হবে।এআর/এসকেডি/এমএস

Advertisement