খেলাধুলা

ইব্রার জোড়া গোলে উড়ছে পিএসজি

ফ্রেঞ্চ লিগা ওয়ান কর্তৃপক্ষ চাইলে এখই প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) চ্যাম্পিয়ন ঘোষণা করে শিরোপা হাতে তুলে দিতে পারে। কারণ লিগের এখনও অর্ধেক শেষ হয়নি, তাতেই দ্বিতীয় স্থানে থাকা শিয়েনের সঙ্গে ১৬ পয়েন্টের ব্যবধান তৈরী করে নিয়েছে পিএসজি। এই যেমন, শুক্রবার রাতেও তারা নিসের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে সহজ জয় তুলে নিয়েছে। জোড়া গোল করেছেন সুইডিশ তারকা ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ।পিএসজির তিন গোলের মধ্যে দুটি তো নিজেই করেছেন, বাকিটিতেও রয়েছে তার প্রত্যক্ষ সহযোগিতা। অথ্যাৎ ইব্রাময় একটি ম্যাচই দেখলো নিসের দর্শকরা। এ নিয়ে মৌসুমে ১৯তম গোল করলেন ইব্রাহিমোভিচ। জোড়া গোলের সঙ্গে অন্য একটি রেকর্ডও গড়ে ফেললেন তিনি। ফ্রেঞ্চ লিগা ওয়ানে পিএসজির হয়ে এতদিন ৮৫ গোল নিয়ে সর্বোচ্চ স্কোরার ছিলেন মোস্তাফা দাহলেব। তার সঙ্গে সমান অবস্থানে থেকেই নিসের বিপক্ষে মাঠে নামেন ইব্রা এবং জোড়া গোল করে স্থাপন করলেন নতুন ইতিহাস। পিএসজির হয়ে ফ্রেঞ্চ লিগে এখন তার গোলসংখ্যা সর্বোচ্চ ৮৭টি।৩৫ মিনিটে নিসের বিপক্ষে গোলের তালা খোলেন এডিনসন কাভানি। দারুন সুযোগটা তৈরী করেন ইব্রাহিমোভিচই। ব্লাইজ মাতুইদির সঙ্গে ওয়ান-টু ওয়ান খেলে বল নিয়ে এগিয়ে আসেন নিসের গোলমুখে। আচমকা মাতুইদিকে বল না দিয়ে স্লিপ কেটে ইব্রা বল পাঠিয়ে দেন কাভানির পায়ে। সুযোগটা লুফে নিতে ভুল করলেন না কাভানি এবং করলেন মৌসুমে নিজের ১২তম গোল।৪৩ মিনিটেই দশজনের দলে পরিণত হয় নিসে। পেনাল্টি এরিয়ায় ইব্রাকে হার্ড ট্যাকলের দায়ে নিকলাস হাল্টকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি। একই সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন। স্পট কিক নেন ইব্রা নিজেই এবং গোল।দ্বিতীয়ার্ধে ম্যাচ রেফারি অ্যান্তোনি গুইটারকেই পরিবর্তন করতে হয়। কারণ, ইব্রার একটি হেড থেকে বল গিয়ে আঘাত করে রেফারির পায়ে। ফলে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে যান তিনি এবং ম্যাচ পরিচালনার জন্য দ্বিতীয়ার্ধে চতুর্থ রেফারিকে নামানো হয়।ম্যাচের ৬১ মিনিটে ডি মারিয়ার কাছ থেকে বল পেয়ে ডান পায়ের দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোল করেন ইব্রাহিমোভিচ। নিসে ১০ জনের দল নিয়েও অবশ্য বেশ প্রতিরোধ গড়ে তুলেছিল। কয়েকটি সুযোগও তৈরী করে; কিন্তু কোনটাই কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।এই জয়ের ফলে ফ্রেঞ্চ লিগা ওয়ানে ১৭ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট ৪৫। ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে শিয়েনের অবস্থান দ্বিতীয়।আইএইচএস/এমএস

Advertisement