দেশজুড়ে

সোমবার থেকে ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযুদ্ধের বিজয় মেলা

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আগামী ৭ ডিসেম্বর সোমবার থেকে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। জাতীয় শিশু কিশোর সংগঠন ‘খেলাঘর’ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ মেলা অনুষ্ঠিত হবে।সোমবার সন্ধ্যায় বিজয় মেলার উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি ডা. মো. আবু সাঈদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত।এ ব্যাপারে খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার জাগো নিউজকে বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষেই খেলাঘর মুক্তিযুদ্ধের বিজয় মেলার আয়োজন করেছে। এই মেলায় ১০টি স্টল থাকবে। এর মধ্যে দুটি স্টলে মুক্তিযুদ্ধ বিষয়ক বই ও শিশুদের আঁকা ছবি প্রদর্শিত হবে। এছাড়া মেলায় প্রতিদিন সন্ধ্যায় দর্শনার্থীদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস

Advertisement