হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিতে দেরি করায় ১০ শিক্ষার্থীকে পিটিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগ। শনিবার সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বনী আমিন মোল্লাসহ তার কর্মীরা ওই ১০ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করে ।আহতরা হলেন; আশিক (সমাজবিজ্ঞান, ২য় বর্ষ), আলমগীর (বাংলা, ২য় বর্ষ), লিটন (দর্শন, ২য় বর্ষ), জুয়েল (ইংরেজি, ২য় বর্ষ), ফুয়াদ ও ফিরোজ (ম্যানেজম্যান্ট অ্যান্ড ইনফরম্যাশন সিস্টেম, ২য় বর্ষ), কামাল (আইআর, ২য় বর্ষ), শাহাদত ও সাগর (ফিন্যান্স, ২য় বর্ষ) এবং মোশাররফ (১ম বর্ষ)। এদের মধ্যে আশিকের অবস্থা আশঙ্কাজনক। এরা সবাই জিয়া হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রুপের কর্মী। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার সকাল ৭টার দিকে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন নেতার মাজারে ফুল দিতে আসার জন্য হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতাকর্মীদের গেস্ট রুমে ডাকেন বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সম্পাদক বনী আমিন মোল্লা। এসময় কিছু কর্মী আসতে দেরি করায় বনী ও তার কর্মীরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়িভাবে মারতে থাকে। এ ব্যাপারে বনী আমিন মোল্লার মোবাইল ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেন নি। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান জাগো নিউজকে বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি সাধারণ সম্পাদকের সঙ্গে এখনি কথা বলছি। যদি এমন ধরণের কর্মকাণ্ডের সঙ্গে কেউ জড়িত থাকে তবে অবশ্যই আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবো। এমএইচ/জেডএইচ/এসকেডি/এমএস
Advertisement