দেশজুড়ে

নোয়াখালীতে আরও ৯৪ জনের করোনা শনাক্ত

নোয়াখালীতে দিন দিন বেড়ে চলেছে করোনাভাইরাসের প্রকোপ। জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৯৭ জনের নমুনা পরীক্ষায় ৯৪ জনের করোনা শনাক্তের ফল পাওয়া গেছে। আক্রান্তের হার ২৩ দশমিক ৬৮ শতাংশ। জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৯ হাজার ১৫১ জন।

Advertisement

এছাড়া জেলায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৪ জনে।

সোমবার (৭ জুন) সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে নতুন করে ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে বেগমগঞ্জ উপজেলায় একজনের মৃত্যু হয়েছে’।

Advertisement

ডা. মাসুম বলেন, ‘নতুন আক্রান্তদের মধ্যে নোয়াখালী সদরের ৭১ জন, সুবর্ণচরে একজন, বেগমগঞ্জের ১০ জন, সোনাইমুড়ীর একজন, চাটখিলের তিনজন, সেনবাগের পাঁচজন, কোম্পানীগঞ্জের দুজন ও কবিরহাটে একজন রয়েছেন’।

তিনি আরও জানান, ‘বর্তমানে কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ৩৯ রোগী ও আইসোলেশনে রয়েছেন ৯ জন।'

এসএমএম/এমকেএইচ

Advertisement