তাইওয়ানে করোনা সংক্রমণরোধে বিধিনিষেধ আরও ২ সপ্তাহ বাড়ানো হয়েছে। ফলে সেখানে ২৮ জুন পর্যন্ত বিধিনিষেধ কার্যকর থাকবে। সোমবার দেশটির সরকার এ তথ্য জানিয়েছে। করোনা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে আসেনি বলেও জানিয়েছে তারা।
Advertisement
কয়েক মাস ধরে করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকার পর তাইওয়ানে সম্প্রতি সংক্রমণ হঠাৎ বেড়ে গেছে। এ পরিস্থিতিতে সেখানে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
বিধিনিষেধের আওতায় সমাবেশ নিষিদ্ধ ও বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকবে। এছাড়া শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস করার নির্দেশ দেয়া হয়েছে।
তাইওয়ানের প্রিমিয়ার সু সেন-চ্যাংয়ের সঙ্গে বৈঠকের পর মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্বাস্থ্যমন্ত্রী চেন শিহ-চুং পরবর্তী সময়ে এ বিষয়ে আরও বিস্তারিত জানাবেন।
Advertisement
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘এই মুহূর্তে মহামারি পরিস্থিতি এখনও স্থিতিশীল হয়নি।’
সরকারের বিধিনিষেধ বাড়ানোর এই সিদ্ধান্তকে দেশটিতে ব্যাপকভাবে সমর্থন জানানো হয়েছে।
সু বৈঠকে বলেন, তাইওয়ান এ সপ্তাহে জাপানের দেয়া ১২ লাখ ৪০ হাজার ভ্যাকসিন বিতরণ শুরু করবে। যাদের দীর্ঘমেয়াদি রোগ রয়েছে এবং যারা ৭৫ বছরের বেশি বয়সী তারা এই ভ্যাকসিন প্রয়োগে অগ্রাধিকার পাবেন।
রোববার তাইওয়ানে ৩৪৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার আক্রান্তের সংখ্যা ছিল ৫১১ জন।
Advertisement
মহামারি শুরু হওয়ার পর এ পর্যন্ত দেশটিতে ১১ হাজার ২৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া মৃত্যু হয়েছে ২৬০ জনের।
সূত্র : রয়টার্স
এমকে/জিকেএস