আন্তর্জাতিক

মহারাষ্ট্রে জন্মের ছয়দিন পরই করোনায় শিশুর মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জন্মের ছয়দিনের মাথায় মারা গেল এক সদ্যোজাত শিশু। ভারতের মহারাষ্ট্রে এ ঘটনা ঘটে।

Advertisement

গত সোমবার (৩১ মে) মহারাষ্ট্রের পালঘরের একটি বেসরকারি হাসপাতালে জন্মগ্রহণ করে শিশুটি। তার ওজন স্বাভাবিকের তুলনায় কম থাকায় তাকে রাজ্যের অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই হাসপাতালেই মা ও শিশু দুজনেরই করোনার পরীক্ষা হয়। এতে দেখা যায়, মা করোনা নেগেটিভ হলেও শিশুটি আক্রান্ত হয়।

এরপর করোনা চিকিৎসার জন্য শিশুটিকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান চিকিৎসা ব্যবস্থা ভালো না হওয়ায় শিশুটিকে ভর্তি করা হয় ভারতে করোনা চিকিৎসায় ব্যবহৃত জহর হাসপাতালে। কিন্তু সেখানেও পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় শেষ পর্যন্ত শিশুটিকে মহারাষ্ট্রের নাগপুরের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানেই মারা যায় এই নবজাতক।

ভারতে বর্তমানে করোনা ভয়াবহ আকার ধারণ করেছে। ফলে সেখানে হাসপাতালগুলোর অবস্থা এখন নাজুক। অক্সিজেন ও বেডের জন্য হাহাকার পরিস্থিতি। একের পর এক হাসপাতাল ঘুরেও মিলছে না চিকিৎসা। সূত্র : সংবাদ প্রতিদিন

Advertisement

জেডএইচ/জিকেএস