কিংবদন্তি শচিন টেন্ডুলকারের আত্মজীবনী ‘প্লেয়িং ইট মাই ওয়ে’ সাড়া ফেলে দিয়েছে গোটা ক্রিকেট দুনিয়ায়৷ মাস্টার-ব্লাস্টারের অটোবায়োগ্রাফি কার্যত ‘রেকর্ড ব্রেকিং’৷যে পাবলিকেশন সংস্থা ইংরেজিতে এই বই প্রকাশ করেছিল, বইয়ের চাহিদায় এখন তাদের নাভিশ্বাস ওঠার জোগাড়৷ কিন্তু তার মাঝে আরো এক উদ্যোগ নিল সংস্থাটি৷ ‘ভারতরত্ন’ শচিনের আত্মজীবনী প্রতিটি ভারতবাসীর ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য এবার বিভিন্ন প্রাদেশিক ভাষায় অনুবাদ করে বইটি দ্রুত বাজারে আনতে চলেছে তারা৷ যেখানে বাংলার পাশাপাশি মারাঠি, হিন্দি, গুজরাটি, মালায়লাম, অসমিয়া এবং তেলেগু ভাষায় বইটি প্রকাশ পেতে চলেছে।
Advertisement