পঞ্চগড়ের বোদায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (৬ জুন) দুপুরে বোদা উপজেলার মন্নাপাড়া এলাকার পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
নিহত ব্যক্তির নাম সুবল কুমার সরকার (৫০)। তিনি ঠাকুরগাঁও জেলার দক্ষিণ বঠিনা ফারাবাডড়ি এলাকার নরেশ চন্দ্র সরকারের ছেলে। তিনি খাদ্য বিভাগে কর্মরত ছিলেন।
ঘটনার পর জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহম্মদ ইউসুফ আলীসহ জেলা ও উপজেলা প্রশাসন এবং খাদ্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ২০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সুবল কুমার সরকার ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেল যোগে পঞ্চগড়ে তার কর্মস্থলে যাচ্ছিলেন। মন্নাপাড়া এলাকায় পৌঁছালে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ তিনি সড়কের পাশে ছিটকে পড়েন। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Advertisement
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, বাসটিকে আটক করা হলেও ঘটনার পর থেকে বাসের চালক ও চালক সহকারী পলাতক। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সফিকুল আলম/এসআর/জিকেএস