খুলনা বিভাগে করোনায় ছয়জন এবং উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২৪২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০১ জন।
Advertisement
রোববার (৬ জুন) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা বিষয়টি নিশ্চিত করেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা করোনা হাসপাতালে বর্তমানে ১২৫ রোগী ভ ভর্তি রয়েছেন। তাদের মধ্যে রেডজোনে ৯৫ এবং ইয়োলোজোনে রয়েছেন ৩০ রোগী।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে খুলনায় তিন, সাতক্ষীরা, বাগেরহাট ও যশোরের একজন করে রয়েছে। এছাড়া উপসর্গে খুমেক হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
Advertisement
আলমগীর হান্নান/এএইচ/এএসএম