সরকার ইচ্ছাকৃতভাবে দেশে ধনী-গরিবের বৈষম্য তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
Advertisement
তিনি বলেন, ‘আজ বাংলাদেশের যে অবস্থা দাঁড়িয়েছে, ধনী এবং গরিবের বৈষম্য সৃষ্টি করা হয়েছে ইচ্ছাকৃতভাবে। তা এই সরকার করেছে। ব্যাংক লোন সবকিছুতে ধনীদের জন্য প্রণোদনা, ব্যাংক মালিক, গার্মেন্টস মালিকদের জন্য প্রণোদনা, শ্রমিকদের জন্য কোনো প্রণোদনা নাই। সবকিছুই একটা গোষ্ঠীর জন্য নির্ধারিত। আগে শুনতাম ব্যাংক ডাকাতি হয়, এখন দেখি ব্যাংকের মালিকরাই ডাকাত।’
রোববার (৬ জুন) জাতীয় প্রেস ক্লাবে শ্রমিক দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আলাল বলেন, ‘প্রতিদিন পত্রিকার পাতায় দেখবেন গরিব শ্রমজীবী মানুষ ব্যাগ গুছিয়ে পরিবার নিয়ে ঢাকা ছেড়ে চলে যাচ্ছে।অথচ এই সরকার তাদের জন্য কিছুই করছে না । করছে ধনীদের জন্য।’
Advertisement
জিয়াউর রহমান প্রসঙ্গ উত্থাপন করে বিএনপির এই নেতা বলেন, ‘পূর্ণাঙ্গ গাছ যেখানে আছে সেখানে অন্য গাছ বা আশেপাশের আগাছা কোনো ক্ষতি করতে পারবে না। এটা আমরা বিশ্বাস করি এবং এবং জিয়াউর রহমানের সৈনিকরা বিশ্বাস করে। সুতরাং এদেরকে হিসাব করে চলার কোনো দরকার নেই। আমাদের হিসাবটা থাকবে এক জায়গায়। জিয়াউর রহমান ও খালেদা জিয়া যে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন, সেই গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা এটা যদি আমরা উদ্ধার করতে পারি তাহলে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী সফল হবে।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ারসহ শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কেএইচ/এমএইচআর/এএসএম
Advertisement