দেশজুড়ে

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী ৯ গ্রামে লকডাউন শুরু

চুয়াডাঙ্গার দামুড়হুদার ভারতীয় সীমান্তঘেঁষা ৯টি গ্রামে লকডাউন শুরু হয়েছে। রোববার (৬ জুন) সকাল থেকে গ্রামগুলোতে লকডাউন কার্যকর হয়।

Advertisement

শনিবার (৫ জুন) রাতে লকডাউন কার্যকর করতে বিজিবি ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জনগণকে সচেতন করতে মাইকিং করা হয়।

এর আগে গত ২ জুন উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী সাতটি গ্রামে লকডাউন ঘোষণা করা হয়। এ নিয়ে জেলার ১৬টি গ্রামে লকডাউন চলছে।

দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী গ্রামগুলোতে গত এক সপ্তাহ ধরে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্থানীয় প্রশাসন লকডাউনের সিদ্ধান্ত নেয়। গ্রামগুলো ঘুরে দেখা গেছে, গ্রামগুলোর চায়ের দোকান বন্ধ রয়েছে। ভারত থেকে যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারে সেজন্য বিজিবি রয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থানে।

Advertisement

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান বলেন, ‘এর আগে গত ২ জুন লকডাউন দেয়া সাতটি গ্রামে পরিস্থিতি স্বাভাবিক হলে এ লকডাউন তুলে দেয়া হবে। আর আজকে ৯টি গ্রামে এক সপ্তাহের জন্য লকডাউন দেয়া হয়েছে’।

পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম বলেন, ‘গত কয়েকদিন ধরে এসব গ্রামে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। গতকাল উপজেলা পরিষদে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগরের উপস্থিতিতে করা বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়’।

সালাউদ্দীন কাজল/এসএমএম/জেআইএম

Advertisement