দেশজুড়ে

রাজশাহীতে বাড়ছে করোনা রোগী, বেড সঙ্কট রামেকে

দিনের পর দিন রাজশাহীতে করোনা সংক্রমণের হার বাড়ছে। ধরা পড়েছে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট। আর এতে মারা যাচ্ছেন অনেকে। যার কারণে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।

Advertisement

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, হাসপাতালে আগের দিনের তুলনায় মৃত্যু কমলেও রোগী ভর্তি বেড়েছে। নির্ধারিত ২৩২ শয্যার এ ইউনিটে রোববার (৬ জুন) সকাল ৮টা পর্যন্ত ভর্তি হয়েছেন ২৩৫ জন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে এসেছেন ৩০ জন। এর মধ্যে ১৮ জন রাজশাহীর, আট জন চাঁপাইনবাবগঞ্জের, তিনজন নওগাঁর ও একজন নাটোরের।’

তিনি বলেন, শনিবার (৫জুন) সকাল ১০টা পর্যন্ত হাসপাতালে রোগী ভর্তি ছিলেন ২২৪ জন। ওই দিন নতুন রোগী ভর্তি হন ১৬ জন। যাদের শ্বাসকষ্ট খুব বেশি ও অক্সিজেনের প্রয়োজন তাদেরকেই ভর্তিতে অগ্রাধিকার দেয়া হচ্ছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে ছয়জন মারা গেছেন। দুজন করোনায় মৃত্যু হলেও বাকি চারজনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে। মারা যাওয়া ছয়জনের তিনজনই করোনার হটস্পট চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। অন্যদের মধ্যে রাজশাহীর একজন, নাটোরের একজন এবং চুয়াডাঙ্গার একজন।

Advertisement

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি বলেন, প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। সে তুলনায় হাসপাতালে শয্যা নেই। আপাতত করোনার সব ওয়ার্ডের পাশের বারান্দায় কিছু বেড যুক্ত করা হয়েছে। যাতে রোগীরা অন্তত চিকিৎসার সুযোগ পান।

ফয়সাল আহমেদ/আরএইচ/এএসএম