যেকোনো খেলায়ই ঘরের মাঠের সুবিধা নেয় সব দল। বিশেষ করে ক্রিকেটের টেস্ট ফরম্যাটে এই ‘হোম এডভান্টেজ’ যেন একটু বেশিই পেয়ে থাকে স্বাগতিক দলগুলো। যা কমিয়ে টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতে প্রায়ই নানান পরামর্শ দেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
Advertisement
এবার তেমনই এক মতামত দিলেন ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ। তার মতে, টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস না করে সফরকারী দলকেই সিদ্ধান্ত নিতে দেয়া উচিত। এতে করে, সফরকারী দলরা প্রথম ম্যাচটিতে নিজেদের মতো ব্যাটিং-বোলিং নেয়ার সুযোগ পাবে এবং মাঠের খেলাও জমজমাট হবে বলে মনে করেন লক্ষ্মণ।
ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টস্টারকে দেয়া সাক্ষাৎকারে লক্ষ্মণ বলেছেন, ‘যেহেতু স্বাগতিক দলগুলো একটা হোম এডভান্টেজ পেয়েই থাকে, তাই অন্তত সিরিজের প্রথম ম্যাচে সফরকারী দলের অধিনায়ককে জিজ্ঞেস করা যেতে পারে যে তারা কী করতে চায়।’
১৩৪ টেস্টের ক্যারিয়ারে দেশে-বাইরে প্রায় সমান তালেই রান করেছেন লক্ষ্মণ। ঘরের মাঠে ৫৪ ম্যাচে ৩৭৬৭ রানের বিপরীতে বিদেশে তিনি ৭৭ ম্যাচে করেছেন ৫০১৪ রান। দেশের মাঠে গড় ৫১.৬০ হলেও বিদেশে রান করেছেন ৪২.৬৯ গড়ে। তবে বিদেশে খেলাটাই বেশি উপভোগ করতেন বলে জানালেন লক্ষ্মণ।
Advertisement
তার ভাষ্য, ‘আমি সবসময় বাইরের দেশে খেলা উপভোগ করেছি। কারণ বিদেশে গেলেই একজন খেলোয়াড়কে তার পছন্দের জায়গা থেকে সরে গিয়ে রান করতে হয়। কঠিন কন্ডিশনে রান করা জানতে হয়। এটা আমি এবং আমার সতীর্থদের সবসময়ই তৃপ্তি এনে দিয়েছেন।’
লক্ষ্মণ আরও যোগ করেন, ‘তবে যেকোনো সফরের প্রথম ম্যাচে পারফর্ম করা অনেক বেশি চ্যালেঞ্জিং। কারণ আপনাকে সেখানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হয়। আর এখন মহামারীর সময়ে কোয়ারেন্টাইনের কারণে যেকোনো সফরকারী দলের জন্য প্রথম ম্যাচের যথাযথ প্রস্তুতি নেয়া বেশ কঠিন কাজ।’
এসএএস/জেআইএম
Advertisement