দেশজুড়ে

শার্শায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সম্মেলন

যশোরের শার্শা উপজেলার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ডিহি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।   ডিহি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ইউনিয়ন কমান্ডার নূর ইসলাম মল্লিকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি-কমান্ডার নাসির উদ্দিন। সম্মেলনে আরো বক্তব্য রাখেন, সাবেক ইউনিয়ন কমান্ডার আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক শফিউদ্দীন শাফা, মনির হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে মনির হোসেনকে সভাপতি ও গোলাম মাওলাকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যের মধ্যে সহ-সভাপতি আব্বাস আলী, সহ-সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, কার্যকরী সদস্য খোরশেদ আলম।মো. জামাল হোসেন/একে

Advertisement