মালয়েশিয়ায় বৈধভাবে বসবাসরত অভিবাসী কর্মীদের বার্ষিক ভিসা নবায়নের জন্য নতুন পদ্ধতি বহুস্তর লেভী (মাল্টি টায়ার লেভি) পদ্ধতির স্থগিতাদেশ আরেকবার বৃদ্ধি করে এ বছরের শেষদিন পর্যন্ত করা হয়েছে।
Advertisement
শনিবার ৫ জুন মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এম সারাভানানের বরাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ স্থগিতাদেশ উল্লেখ করা হয়েছে। উল্লেখ করা হয়েছে, চলমান করোনা মহামারির প্রেক্ষিতে নিয়োগকর্তাদের বিষয় বিবেচনা করে ১ জানুয়ারি ২০২১ থেকে নতুন বহুস্তর বিশিষ্ট লেভি চালু করার সিদ্ধান্ত থাকলেও করোনার কারণে ১ জুলাই ২০২১ পর্যন্ত বাস্তবায়ন স্থগিত করেছিল কিন্তু করোনা পরিস্থিতির কারণে আবারো বাস্তবায়ন স্থগিত করে ১ জানুয়ারি ২০২২ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এ রফলে পুরনো লেভি পদ্ধতিতে লেভি প্রদান করে ভিসা নবায়ন করা যাবে। আরও উল্লেখ করা হয়েছে, এই নতুন মাল্টি টায়ার লেভি সিস্টেমের কারণে সিলিং অনুযায়ী লেভি বৃদ্ধি পাবে এবং এর ফলে বিদেশি কর্মীর ওপর নির্ভরতা কমিয়ে ফেলবে নিয়োগকর্তারা। আইন অনুযায়ী লেভি নিয়োগকর্তা পরিশোধ করে থাকে। অনেকে মনে করছেন নতুন সিস্টেমে লেভির পরিমাণ বৃদ্ধি পেলে বিদেশি কর্মী নিয়োগে উৎসাহ কমে যাবে নিয়োগকর্তাদের।
এদিকে করোনাভাইরাসের প্রেক্ষিতে অর্থনীতিতে যে নেতিবাচক প্রবাহ শুরু হয়েছে এতে করে মালয়েশিয়ান কর্মীদের চাকরি সংকুচিত হয়েছে। ফলে সরকার আগে নিজ দেশের নাগরিকের কর্মসংস্থান নিশ্চিত করার উপর জোর দিয়েছে এবং করোনাভাইরাসের প্রেক্ষিতে বিদেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ রেখেছে মালয়েশিয়া সরকার।
Advertisement
এমআরএম/এআরএ/এমকেএইচ