২০১৬ সালে জানুয়ারীতে অনুষ্ঠিতব্য আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। শ্রীলংকা, পাকিস্তান, আফগানিস্তান ও স্কটল্যান্ডের অংশগ্রহণে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে এ তিনটি ম্যাচ। টুর্নামেন্টের বাকি দুটি ম্যাচ দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নগরের রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়াম।সম্প্রতি ওই স্টেডিয়ামে অনুর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। প্রায় ২০হাজার দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে দর্শকে পরিপূর্ণ হয়েছিলো।শুক্রবার সিলেটের ভেন্যু পরিদর্শনে এসে আইসিসি’র কর্মকর্তারা জেলা স্টেডিয়ামের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিদেশিদের জন্য বাড়তি নিরাপত্তার আশ্বাস দিয়েছেন ক্রিকেট বোর্ডে প্রশাসনিক ও পুলিশের কর্মকর্তারা।এর আগে শুক্রবার দুপুরে আইসিসি’র অফিসিয়ালরা পরিদর্শন করেন ‘গ্রীন গ্যালারি’র সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। চোখ বুলিয়ে নেন পিচ, গ্যালারি, আউটফিল্ডসহ দুটি স্টেডিয়ামের প্রস্তুতির আনুসাঙ্গিক সবকিছু। স্টেডিয়াম দুটি দেখে সন্তোষ প্রকাশ করেন আইসিসি’র কর্মকর্তারা। এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহিউদ্দিন সেলিম জানান, প্রতিটি দলই ম্যাচের পাশপাশি অনুশীলন করবে সিলেট বিভাগীয় ও জেলা স্টেডিয়ামে, তাই আগেভাগেই প্রস্তুতির অনেকটা সেরে রেখেছেন আয়োজকেরা। নতুন ভেন্যু হিসেবে সিলেট জেলা স্টেডিয়ামও প্রস্তুত প্রথমবারের মতো অন্তর্জাতিক ক্রিকেটকে বরণ করতে।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিউল আলম নাদেল জানান, সিলেটের দুটি আলাদা ভেন্যুতে বিশ্বমানের ম্যাচ; তাই বিদেশি অতিথিদের নিরাপত্তায় ‘বিশেষ প্রস্তুতি’ নেয়া হয়েছে। শুক্রবার সকালে বিভাগীয় দল ও সাবেক জাতীয় দলের সদস্যদের অংশগ্রহণে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে পিচ ও মাঠ নিয়ে খেলোয়ড়রাও সন্তুষ্ট বলে জানান তিনি।ভেন্যু দুটি পরিদর্শন শেষে প্রাথমিক প্রস্তুতি নিয়ে নিজেদের সন্তোষ প্রকাশ করে আইসিসির কর্মকর্তা ক্রিস টেটলি জানান, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলোর সফল আয়োজন হয়েছে বিভাগীয় স্টেডিয়ামে। তাই এর যোগ্যতা নিয়ে তাদের কোনো দ্বিধা নেই। আর জেলা স্টেডিয়ামের পিচ এবং গ্যালারিও চমৎকার।সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (সদর দপ্তর) মো. রেজাউল করিম জানান, অনেক বিদেশি খোলোয়াড় এবং দর্শক টুর্নামেন্ট উপলক্ষে সিলেটে আসছেন। তাই বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। দেশী দর্শকদের পাশপাশি বিদেশিদের নিরাপত্তায় বিশেষ পরিকল্পনা গ্রহন করা হয়েছে।সিলেটে ২৮ ও ৩০ জানুয়ারি এবং ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সফল আয়োজনের পর যুব বিশ্বকাপের ম্যাচগুলো সফল করতে দর্শকদের সহযোগিতাও চাইলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।আইএইচএস/পিআর
Advertisement