কঠোর বিধিনিষেধেও বাগেরহাটের মোংলায় গত ২৪ ঘণ্টায় ৪৮ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করোনা আক্রান্তের হার ৭০ দশমিক ৮৩ শতাংশ।
Advertisement
শনিবার (৫ জুন) দুপুরে মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেশ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনা সংক্রমণ ঠেকাতে চলমান কঠোর বিধিনিষেধের সপ্তম দিন চলছে। রোববার (৬ জুন) শেষ হচ্ছে এই বিধিনিষেধ। তবে করোনা সংক্রমণ ঊর্ধ্বগতি থাকায় মোংলায় আরও এক সপ্তাহের কঠোর বিধিনিষেধের ঘোষণা আসতে পারে।
জেলা প্রশাসকের কাছে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।
Advertisement
এদিকে, বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ ও আনসারের পাশাপাশি কোস্টগার্ডের সদস্যদের টহল দিতে দেখা গেছে। বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে রয়েছেন দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও। মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী জানান, ‘অপ্রয়োজনে যান নিয়ে শহরে প্রবেশ ও অহেতুক যারা ঘোরাফেরা করছেন, তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে।’
এরশাদ হোসেন রনি/এসজে/এমকেএইচ