সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, করোনা মহামারির কারণে ক্ষতিগ্রস্ত অসহায় জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তার আওতায় আনা হবে। এ লক্ষ্যে ২০২১-২২ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে।
Advertisement
শনিবার (৫ জুন) অনলাইনে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের ৪৬তম বোর্ড সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রীর সভাপতিত্বে সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতারসহ বোর্ডের অন্যান্য সদস্যরা যুক্ত ছিলেন।
মন্ত্রী বলেন, সেবার মান বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সমাজকল্যাণ মন্ত্রণালয় কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ১৭ কোটি মানুষের কাছে আস্থার নাম। তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন এ দেশকে পরিচালনা করার সুমহান দায়িত্বভার জনগণ তাকেই দেবে। অন্য কোনো নেত্রীকে এ দেশের মানুষ পছন্দ করবে না।
তিনি বলেন, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে সরকার প্রমাণ করেছে, এ সরকার অসহায় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিক। সামাজিক নিরাপত্তার আওতায় ভাতাভোগীদের হাতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা পৌঁছানোর কাজ শেষ পর্যায়ে রয়েছে। এ বছর জুন মাসের মধ্যে সকল ভাতা জি-টু-পি পদ্ধতিতে সরাসরি জনগণের কাছে পৌঁছে যাবে।
Advertisement
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী দুস্থ ও অসহায় জনগোষ্ঠীর কল্যাণে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের কার্যক্রমকে আরও বেগবান করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
আইএইচআর/এআরএ/এমকেএইচ