জাতীয়

বেকারদের ভাতা দেয়ার দাবিতে মানববন্ধন

প্রস্তাবিত বাজেটে করোনায় কর্মহীন যুবকদের সামাজিক সুরক্ষার আওতায় আনা, বেকার যুবকদের ডাটাবেজ তৈরি করে কর্মসংস্থান অথবা বেকার ভাতা প্রদান, বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের ওপর প্রস্তাবিত ১৫% আয়কর প্রত্যাহারের দাবিতে জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোট এবং বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন) এর যৌথ উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন। পরিচালনা করেন বাংলাদেশ ছাত্রলীগের (হা-ন) সাধারণ সম্পাদক রাশেদুল হক ননী। এতে বক্তব্য রাখেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, মো. মোহসীন, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে রাষ্ট্রীয় অর্থ সম্পদ লুটপাট-দুর্নীতি-অপচয়-ভোগ-বিলাস এবং অনুৎপাদনশীল খাতে ব্যয় বন্ধ করতে হবে। করোনায় কর্মহীন আয়হীন যুবকদের সামাজিক সুরক্ষার আওতায় আনতে হবে। বেকার যুবকদের কাজ অথবা বেকার ভাতা প্রদান করতে হবে। দেশে-বিদেশে চাকরিপ্রার্থী যুবকদের হাতে কলমে প্রশিক্ষণ ও ব্যাংকিং সহায়তা প্রদান করতে হবে।

Advertisement

তারা আরও বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রখতে সমন্বিত অনলাইন-অনসাইট শিক্ষাকার্যক্রম চালু করতে হবে। শিক্ষার স্বাভাবিক কার্যক্রম শুরুর লক্ষ্যে জরুরি ভিত্তিতে শিক্ষক-শিক্ষার্থীদের কোভিড ভ্যাকসিন দিতে হবে। বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের ওপর প্রস্তাবিত ১৫% আয়কর প্রত্যাহার করতে হবে। শিক্ষাখাতে বাজেটের ৮% বরাদ্দ নিশ্চিত করতে হবে।

এনএইচ/জেএইচ/এএসএম