দেশজুড়ে

দিনাজপুরে করোনায় আরো ৩ জনের মৃত্যু

দিনাজপুর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিনদিনে জেলায় ছয়জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি বিবেচনায় দুই-একদিনের মধ্যে জেলার কিছু উপজেলায় লকডাউন ঘোষণার কথা জানিয়েছেন সিভিল সার্জন।

Advertisement

জানা যায়, চলতি বছরের ৬ জানুয়ারি জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ১০০ জনে। এরপর প্রায় দেড় মাস ধরে জেলায় করোনায় মৃত্যুর ঘটনা ঘটেনি। গত ২০ মার্চ জেলায় করোনায় একজনের মৃত্যুর ঘটনা ঘটে।

চলতি জুন মাসের প্রথম থেকে জেলায় আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে করোনায় মৃত্যুর সংখ্যা। গত ২ জুন জেলায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। পরেরদিন ৩ জুন জেলায় করোনায় দুইজন ও ৪ জুন তিনজনের মৃত্যু হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত জেলায় ১৩৩টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৩ জনের নমুনার ফল করোনা পজিটিভ আসে। এরমধ্যে শুধুমাত্র দিনাজপুর সদর উপজেলায় ১৫ জন রয়েছেন।

Advertisement

দিনাজপুর সিভিল সার্জন আব্দুল কুদ্দুস বলেন, ‘গত দুই সপ্তাহ ধরে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। বিশেষ করে দিনাজপুর সদর উপজেলায় সংক্রমণ অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে জেলা করোনা কমিটির বৈঠক হয়েছে। আমরা দুই-একটি উপজেলাকে কঠোর লকডাউনের আওতায় আনার সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘোষণাপত্র জারি করা হবে’।

উল্লেখ্য, দিনাজপুর জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১৩৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১ মে থেকে ৫ জুন পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ জনের।

এমদাদুল হক মিলন/এসএমএম/এএসএম

Advertisement