মেসি-নেইমারকে হাতছানি দিচ্ছে অঢেল টাকা। ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার সিটি মেসিকে সপ্তাহে ৮ লাখ পাউন্ড করে পারিশ্রমিক দেয়ার প্রস্তাব দিয়েছে। বার্সেলোনায় তিনি পান সপ্তাহে ৫ লাখ পাউন্ড। একই সঙ্গে নেইমারের সঙ্গে বড় ধরনের চুক্তি করতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। গুঞ্জন উঠেছে মেসি-নেইমারকে অর্থের কারণে বিক্রিও করে দিতে পারে বার্সা।এমন জ্বল্পনা-কল্পনা যখন চারদিকে ডানা মেলতে শুরু করেছে, তখন চুপ করে থাকলেন না মেসি-নেইমারের আরেক সতীর্থ লুইস সুয়ারেজ। তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন, ‘বর্তমানে আমি যে পারিশ্রমিক পাই, তার চেয়েও কেউ যদি আমাকে তিনগুণ পারিশ্রমিকের প্রস্তাব দেয়, তবুও বার্সেলোনা ছেড়ে যাবো না।’বার্সা হলো সুয়ারেজের আজন্ম লালিত এক স্বপ্ন। লিভারপুল থেকে যখন ন্যু ক্যাম্পে এসে স্বাক্ষর করলেন তখন থেকে সেই স্বপ্ন পূরণ। আপাতত এই স্বপ্নকে ঠেলে দিতে নারাজ সুয়ারেজ। বার্সার হয়ে খেলতে চান দীর্ঘদিন। পারলে ক্যারিয়ারটাই শেষ করতে চান এখানে। তিনি বলেন, ‘এই ক্লাবে খেলার জন্য অনেক পোহাতে হয়েছিল আমাকে। শেষ পর্যন্ত স্বপ্ন সত্যি হলো আমার।’তিনগুন অর্থ পেলেও বার্সা ছাড়বেন না উল্লেখ করে সুয়ারেজ বলেন, ‘তিনগুণ অর্থ প্রস্তাব করা হলেও আমি বার্সা ছাড়বো না। আগামী দিনগুলোতে বার্সাছাড়া আমার জন্য একেবারেই অসম্ভব ব্যাপার। আমি চাই এখানে খেলতে। আমার পরিচারও চায়। তারা এখানেই খুব খুশি।’ কয়েকদিন আগেই সুয়ারেজ বলেছিলেন, ‘আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, বার্সার হয়ে অবসর নেবো কি না। তবে এটা নিশ্চিত, এখানে দীর্ঘ সময় খেলার জন্যই এসেছি।’গত মৌসুমে বার্সায় যোগ দেয়ার পর থেকেই বার্সার অপরিহার্য খেলোয়াড়ে পরিণত হয়েছেন সুয়ারেজ। মেসি-নেইমারের সঙ্গে জুটি বেধে বার্সাকে উপহার দিয়েছেন ট্রেবল শিরোপা। অসাধারণ পারফরম্যান্স করে যাচ্ছেন এই মৌসুমেও।আইএইচএস/পিআর
Advertisement