প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় চলমান বিধিনিষেধে উদ্ভুত পরিস্থিতিতে ভার্চুয়ালে আবেদনের শুনানি নিয়ে ৩৫ কার্যদিবসে সারাদেশে নিম্ন আদালতে ৮৮৩ জন কারাবন্দি শিশু।
Advertisement
শুক্রবার (৫ জুন) সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মুহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চ্যুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে।
গত বৃহস্পতিবার (৩ জুন) সারাদেশের অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ২ হাজার ৭৯০টি ফৌজদারি মামলায় ভার্চুয়াল শুনানিতে জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ১ হাজার ৩০২ জন আসামি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।
Advertisement
গত ১২ এপ্রিল হতে ৩ জুন পর্যন্ত মোট ৩৫ কার্যদিবসে সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ১ লাখ ৯ হাজার ১২টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয় এবং মোট ৫৬ হাজার ৩৭১ আসামি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।
এর মধ্যে ওই ৩৫ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৮৮৩ জন।
লকডাউনের মধ্যে আদালতের কার্যক্রম চালাতে প্রধান বিচারপতির আদেশক্রমে গত ১১ এপ্রিল বিজ্ঞপ্তি জারি করেছিলেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামারি করোনাভাইরাসের ব্যাপক বিস্তার রোধে ১২ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্তসমূহ নিষ্পত্তি করতে আদালত ও ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা করতে হবে।
Advertisement
এফএইচ/এএএইচ/এএসএম