চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলায় ১৭৬ জনের নমুনা পরীক্ষায় ১০৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
Advertisement
এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ৪৬, শিবগঞ্জে ৩১, গোমস্তাপুরে ২৪ ও ভোলাহাটে চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় শনাক্তের হার প্রায় ৬০ শতাংশ।
জেলায় র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১৮ জনের নমুনা পরীক্ষায় দুইজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ১১ শতাংশ।
শনিবার (৬ মে) আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ না থাকায় সকাল থেকে তার বাড়িতে কোয়ারেন্টাইনের মাধ্যমে চিকিৎসা দেয়া শুরু হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৩০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।
Advertisement
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে জেলার পাঁচজন ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি হয়। এরপর অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার পর্যায়ক্রমে তারা মারা যান’।
প্রসঙ্গত, জেলায় এ পর্যন্ত মোট দুই হাজার ৩৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এক হাজার ১২৯ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯ জন।
এসএমএম/এএসএম
Advertisement