খেলাধুলা

ছক্কা দিয়েই দেখা হবে : গেইল

ধুম ধাড়াক্কা টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপনের নাম ক্রিস গেইল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগের দুই আসরে থাকলেও খেলেছেন মাত্র ৬ ম্যাচ। আর তাতেই সর্বাধিক ৩৮টি ছক্কা মারার রেকর্ড তার। এবারের আসরেও বাংলাদেশের দর্শকদের মাতাতে ইতোমধ্যে ঢাকা পৌঁছে গেছেন ক্যারিবিয়ান এই ব্যাটিং দানব। এসেই জানিয়ে দিলেন ‘ছক্কা’ দিয়েই সবার সঙ্গে সাক্ষাৎ হবে।বিপিএলের এবারের আসরে বরিশাল বুলসের হয়ে খেলতে শুক্রবার বিকেল সাড়ে ৫টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন গেইল। সেখান থেকে হোটেল লা ম্যারিডিয়ানে পৌঁছে সংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বাংলাদেশের ক্রিকেট ভক্তদের উদ্দেশ্যে গেইল বলেন, ‘বাংলাদেশ, আমি এখন এখানে। আমি এই শহরে এসে গেছি। অপেক্ষা করুন শুধু ছক্কা হবে। ছক্কা দিয়েই সবার সঙ্গে দেখা হবে।’দ্বিতীয়বারের মত বরিশালের ফ্রাঞ্চাইজিদের হয়ে খেলছেন গেইল। নিজের উপর প্রত্যাশার চাপ ভালো করেই জানেন এই ক্রিকেটার। তাই এবার আগের চেয়ে ভালো করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশের দর্শকদের মন জয় করবেন বলেও জানান তিনি।ক’দিন আগেই বরিশালের হয়ে সেঞ্চুরি করেছিলেন আরেক ক্যারিবিয়ান তরুণ ওপেনার এভিন লুইস। লুইসের সেঞ্চুরি নিয়ে গেইল বিসিবির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে দেয়া পোস্টের জবাবে গেইলও রি-টুইট করেন, ‘আমার জন্যও একটা (সেঞ্চুরি) তুলে রাখো।’ঢাকায় ফিরে নিজের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘শুধুই ছক্কা হাঁকানো, আর কিছু নয়।’আগের দুই আসরের সুখ স্মৃতি নিয়ে এবারও ভালো খেলার প্রত্যাশা করছেন বলে জানান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এর আগে যখন খেলেছি তখন বেশ ভাল ফর্মে ছিলাম। সেটা আমার জন্য খুব ভাল এবং বিশেষ একটা স্মৃতি। আশা করছি সেটা ধরে রাখতে পারব। আবার এখানে আসলাম এবং অনেকের সঙ্গে পুনরায় দেখা হবে। অনুশীলনেই সবার সঙ্গে সাক্ষাতের জন্য উন্মুখ হয়ে আছি। স্টেডিয়ামে নেমে সবাইকে আনন্দ দিতে কিছু ছক্কা হাঁকানোর দিকেই আমার দৃষ্টি।’আরটি/আএইচএস/পিআর

Advertisement