আন্তর্জাতিক

বসতি নির্মাণে ইসরায়েলের অনুমোদন

উত্তেজনার মধ্যেই পূর্ব জেরুজালেমে নতুন করে আরও ২০০টি অবৈধ বসতি নির্মাণের প্রাথমিক অনুমোদন দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।ইসরায়েল-ফিলিস্তিন সঙ্কট নিয়ে জর্ডানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সফরের পূর্বে বুধবার এ ঘোষণা এলো। স্থানীয় মেয়রের কার্যালয়ের মুখপাত্র ব্যাচি স্প্রাং জানান, নগর কর্তৃপক্ষ রামোট এলাকায় ২০০টি বসতি নির্মাণের অনুমোদন দিয়েছে।তিনি বলেন, বসতি নির্মাণের বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে। এর পরিকল্পনা, কনস্ট্রাকশন প্রভৃতি কার্যাবলী সম্পাদন করতে কয়েক বছর লাগতে পারে। তিনি আরও জানান, আরব অঞ্চলের কাছে আরও ১৭৪টি বসতি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।এদিকে পূর্ব জেরুজালেমে নতুন করে ইহুদি বসতি স্থাপনের ঘোষণা ও পবিত্র আল-আকসা মসজিদে ইহুদিদের প্রবেশের অনুমোদনের বিষয়টি নিয়ে ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ পরিস্থিতিতে গভীর উদ্বেগের কথা প্রকাশ করা হয়েছে। প্রসঙ্গত, পূর্ব জেরুজালেমের ইসরায়েলি নিয়ন্ত্রণ বজায় রাখতে রামোটসহ বিভিন্ন অঞ্চলে নির্মিত বসতিগুলোতে প্রায় দুই লাখ ইহুদি বসবাস করছে। খবর আলজাজিরার

Advertisement