সিলেটে পৃথক দুইটি সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার আম্বরখানা এলাকায় অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে দুই দল শ্রমিক এবং সোবহানীঘাট এলাকায় গাড়ি পাকিং নিয়ে এলাকাবাসীর সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, নগরীর আম্বরখানা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৪টায় বালুচর ও টিলাগড় স্ট্যান্ডের শ্রমিকদের মধ্যে এ সংঘর্ষ হয়।শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ দিন নগরী থেকে টিলাগড়ের সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকরা আম্বরখানা স্ট্যান্ড লিজ নিয়ে পরিচালনা করে আসছেন। স্ট্যান্ড পরিচালনা করতে বালুচর ও শাহী ঈদগাহের শ্রমিকরাও সহযোগিতা করে আসছে।শুক্রবার বালুচর ও শাহী ঈদগাহের শ্রমিকরা টিলাগড়ের শ্রমিকদের তাড়িয়ে দিয়ে স্ট্যান্ডের একক অধিকার আদায় করতে চায়। এতে দেখা দেয় উভয়পক্ষের মধ্যে বিরোধ। টিলাগড় স্ট্যান্ডের গাড়ি আম্বরখানা যাতায়াতে শাহী ঈদগাহ ও বালুচর এলাকার শ্রমিকরা বাধা দেন। টিলাগড় স্ট্যান্ডের শ্রমিকরা প্রতিবাদ করলে শাহী ঈদগাহ, বালুচর এলাকার শ্রমিকরা ধাওয়া করেন। পরে টিলাগড় স্ট্যান্ডের শ্রমিকরা শাহী ঈদগাহ ও বালুচর এলাকার শ্রমিকদের পাল্টা ধাওয়া করেন।সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।অপরদিকে, নগরীর সোবহানীঘাটের কাঁচাবাজার এলাকায় পরিবহন শ্রমিকদের ছুরিকাঘাতে চালিবন্দর এলাকার এক যুবক আহত হওয়াকে কেন্দ্র করে ওই এলাকাবাসীর সঙ্গে পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ জানান, এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হয়েছে।ছামির মাহমুদ/এআরএ/পিআর
Advertisement