পাবনার সুজানগর জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তোরাব আলী মোল্লা (৬৫) নিহত হয়েছেন। এ সময় ছেলে শাহিনসহ (৩৫) আরো তিনজন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে আমিনপুরের সাগরকান্দি ইউনিয়নের সিন্দুরি বরুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত শাহিনকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে পাবনা মেডিকেল কলেজে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।আমিনপুর থানা পুলিশের (ওসি-তদন্ত) মফিজুল ইসলাম জাগো নিউজকে জানান, তোরাব আলী মোল্লার সঙ্গে একই গ্রামের মতিন জোয়ার্দারের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। তোরাব আলী মোল্লার দখলে থাকা ওই জমি বিকেল মতিন জোয়ার্দার দলবল নিয়ে দখল নিতে যান। এ সময় তোরাব আলী মোল্লা ও তার ছেলে শাহীনসহ আত্মীয়-স্বজন বাধা দিলে মতিন জোয়ার্দার ও তার লোকজন তাদের উপর হামলা চালায়। এতে তোরাব আলী ও তার ছেলে শাহিনসহ চারজন আহত হন। পরে আহত বাবা-ছেলেকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকেল সাড়ে ৪টার দিকে তোরাব আলী মোল্লার মৃত্যু হয়। অন্যদিকে, ছেলে শাহিনের অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।তিনি আরো জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একে জামান/এআরএ/পিআর
Advertisement