টাঙ্গাইলে করোনায় স্ত্রীর মৃত্যুর ৫ ঘণ্টা পর স্বামীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে স্ত্রী সুফিয়া বেগম (৭৫) মারা যাওয়ার পাঁচ ঘণ্টা পর রাতে স্বামী সোহরাব আলী আকন্দের (৮৫) মৃত্যু হয়।
Advertisement
তারা ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের গর্জনা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৮ মে (শুক্রবার) সোহরাব আলী আকন্দ ও তার স্ত্রী সুফিয়া বেগম অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা পরীক্ষা করা হলে তাদের পজিটিভ আসে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে দুইজনকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে প্রথমে সুফিয়া বেগমের মৃত্যু হয়। স্ত্রী মৃত্যুর ৫ ঘণ্টা পর রাত ১০ দিকে সোহরাব আলী আকন্দও মারা যান।
তাদের ছেলে কামাল হোসেন জানান, শুক্রবার (৪ জুন) সকালে জানাজা শেষে তাদের গর্জনা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Advertisement
আরিফ উর রহমান টগর/আরএইচ/জিকেএস