দেশজুড়ে

কুমিল্লায় করোনায় আরও চার জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় আরও চার জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুন) বিকেল পৌনে ৪টায় সিভিল সার্জন মীর মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement

তিনি বলেন, মৃতদের মধ্যে তিন জন পুরুষ একজন নারী। এদের মধ্যে কুমিল্লা আদর্শ সদর উপজেলায় ৫৫ বছর বয়সী একজন, মনোহরগঞ্জে ৬৫ বছর বয়সী একজন, নাঙ্গলকোটে ৬০ বছর বয়সী একজন ও বরুড়ায় ৯৫ বছর বয়সী এক নারী রয়েছেন। এ নিয়ে কুমিল্লায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪৩৯ জনে। এখন পর্যন্ত জেলায় ১২ হাজার ৮৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন আরও বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে কুমিল্লা নগরীতে ১০ জন, চৌদ্দগ্রামে চারজন, দাউদকান্দিতে দুইজন, নাঙ্গলকোটে একজন, বরুড়ায় তিনজন ও মনোহরগঞ্জ উপজেলায় একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদিকে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৫ জন। এরা সবাই কুমিল্লা সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ নিয়ে কুমিল্লা জেলায় সর্বমোট মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৬৪৩ জন।

আরএইচ/জিকেএস

Advertisement