বিনোদন

শনিবার চারুকলায় নবান্ন উৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার বকুলতলায় নবান্ন উৎসব উদযাপিত হবে আগামী শনিবার পহেলা অগ্রহায়ণ। নবান্নোৎসব উদযাপন পর্ষদ ওই দিন সকাল ৭টা থেকে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রতিবারের মতো ‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ এই শ্লোগানে এ বছরও সকালে অনুষ্ঠান শুরু হবে।ভাষা সংগ্রামী আহমদ রফিক নবান্ন উৎসব-২০১৪ উদ্বোধন করবেন। নবান্ন কথনে অংশ নেবেন শিল্পী আবুল বারক আলভী, কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, পর্ষদের চেয়ারপার্সন লায়লা হাসান ও আহবায়ক শারিয়ার সালাম।গতকাল জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে উদযাপন পর্ষদের আহ্বায়ক এসব কথা জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, নবান্ন উৎসবে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, ঢাক-ঢোলের বাদন, যন্ত্রসঙ্গীত ও আদিবাসীদের নৃত্য ও সঙ্গীত পরিবেশিত হবে।সকাল সাড়ে ৯টায় নবান্ন শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। চারুকলার বকুল তলা থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি টিএসসি চত্বর হয়ে আবার বকুলতলায় এসে শেষ হবে।

Advertisement