পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের নির্মাণাধীন ভবনের বারান্দার একটি অংশ ধসে পড়েছে।
Advertisement
বৃহস্পতিবার (৩ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ অনেকদিন আগে নতুন ভবন নির্মাণকাজ শুরু হয়। এর নির্মাণ কাজ করছেন ঠিকাদার সিরাজুল ইসলাম। কিন্তু জায়গার মালিকানা নিয়ে দ্বন্দ্বের কারণে নির্মাণকাজ বন্ধ ছিল। রমজানে আবারও নির্মাণকাজ শুরু হয়। বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করেই দোতলা ভবনের বারান্দার অংশটুকু ধসে পড়ে।
ঠিকাদারের নিম্নমানের কাজের কারণে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।
Advertisement
স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতরের (এলজিইডি) চাটমোহর উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, ডিবিগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়ন ভূমি অফিসের অবস্থান। তবে ভবনটির নির্মাণ জটিলতা নিয়ে তার বিস্তারিত জানা নেই। কারণ তিনি সদ্য যোগদান করেছেন।
তিনি বলেন, ‘নির্মাণ কাজে আগেই শার্টার লাগানো হয়েছিল। একটা কার্নিশ ভেঙে পড়েছে। এতে বড় কোনো সমস্যা হবে না। একজন উপ সহকারী প্রকৌশলীকে দায়িত্ব দেয়া হয়েছে। তার কাছ থেকে তথ্য পেলে পুরো বিষয়টি জানান যাবে।’
ঠিকাদার সিরাজুল ইসলামের মোবাইল নম্বরে কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈকত ইসলাম বৃহস্পতিবার রাতে জানান, খবর পাবার পরপরই তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। এটা কারিগরি বিষয়। সে জন্য তিনি উপজেলা প্রকৌশলীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। প্রতিবেদন জমা দেয়ার পর জানা যাবে, কি কারণে নির্মাণাধীন স্থাপনা ধসে পড়ল।
Advertisement
আমিন ইসলাম জুয়েল/এসজে/জেআইএম