যশোরের বেনাপোল ও শার্শা সীমান্তে জনবল বৃদ্ধি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। করোনা সংক্রমণ রোধে একশ এক কিলোমিটার সীমানাজুড়ে কঠোর নজরদারি শুরু করেছে বিজিবি সদস্যরা।
Advertisement
ভারতীয় ট্রাক চালকরা যাতে বন্দরের বাইরে যেতে না পারে সেজন্য বন্দর এলাকায় জনবল বৃদ্ধি ও ২৪ ঘণ্টা টহল দিচ্ছে যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা বলেন, বিজিবি সদস্যরা বন্দরসহ সীমান্তে চলাচলকারীদের মাস্ক ব্যবহারে সচেতন করছেন। অবৈধভাবে পারাপার বন্ধে সীমান্তজুড়ে বিজিবি সদস্য বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তের স্থল ও নৌপথে একাধিক টিম সার্বক্ষণিক টহল দিচ্ছে। প্রতিটি টহল টিমে আগের চেয়ে বিজিবি সদস্য সংখ্যা দুইগুণ বাড়ানো হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ যাতায়াত ঠেকাতে বিজিবির তল্লাশি চৌকি ও চেকপোস্টেও জনবল বাড়ানো হয়েছে। ভারতীয় ভ্যারিয়েন্ট দেশে ছড়িয়ে পড়ার আশংকা থেকে বেনাপোল-শার্শার সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করা হয়েছে। এসব এলাকাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে।
Advertisement
মো. জামাল হোসেন/এএইচ/জিকেএস