আন্তর্জাতিক

দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

জেরুজালেমের পশ্চিম তীরে পৃথক ঘটনায় দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। শুক্রবার এক নিরাপত্তা কর্মীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পশ্চিম তীরের কাছে হিজমে এলাকায় একটি ইসরায়েলি সেনাদের চেক পয়েন্টের সামনে ঘটে। ওই চেক পয়েন্টে মাজেন আরিবে (৩৭) নামে একজন ফিলিস্তিনি গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়। অন্যদিকে, জেরুজালেমের কাছে পুরনো একটি শহরে দুই ফিলিস্তিনি এক ইসরায়েলি সেনাকে ছুরিকাঘাতের চেষ্টা করলে তাদেরকে গুলি করে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। এ বছরের অক্টোবর মাস থেকে এ পর্যন্ত কমপক্ষে ১০৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি পুলিশ। ফিলিস্তিনিদের হাতে মৃত্যু হয়েছে ২১ ইসরায়েলির। এদের মধ্যে সহিংসতা এখনও কমছে না। দিন দিন অস্থিরতা আরো বেড়েই চলেছে। জেডএইচ/পিআর

Advertisement