আন্তর্জাতিক

মিসরে নাইটক্লাবে বোমা বিস্ফোরণে নিহত ১৮

মিসরের রাজধানী কায়রোতে একটি নাইটক্লাবে ককটেল বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।  শুক্রবার দেশটির নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। দেশটির প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরার জানিয়েছে, কায়রোর আগুয়াজা এলাকার একটি নাইটক্লাবে বোমার বিস্ফোরণ ঘটায় ওই ক্লাবেরই এক কর্মচারী। তাকে চাকরিচ্যুত করা হয়।কায়রো পোস্ট পত্রিকার প্রতিবেদনে বলা হচ্ছে, মুখোশধারী তিন ব্যক্তি হামলা চালিয়ে পালিয়ে যায়। নিহত ব্যক্তিরা বিস্ফোরণের আগুনে পুড়ে অথবা ধোঁয়ার দম বন্ধ হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে বলা হচ্ছে।সম্প্রতি দেশটিতে হামলার ঘটনা বেড়ে গেছে। ২০১৩ সালে দেশটির নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে পদচ্যুত করে ক্ষমতা নেয় সেনাবাহিনী। এরপর থেকে বিরোধীপক্ষগুলোর ওপর নির্যাতন চালিয়ে আসছে সরকার। জেডএইচ/পিআর

Advertisement