ঝিনাইদহের মহেশপুরের সীমান্তবর্তী নেপা ইউনিয়নের বাউলি গ্রামে সাতদিনের বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। এছাড়া সীমান্তবর্তী ইউনিয়নগুলোতে দেয়া হয়েছে বিশেষ বিধিনিষেধ।
Advertisement
বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ নির্দেশনা দেয়া হয়।
ঝিনাইদহ জেলা প্রশাসক মজিবর রহমান জানান, সীমান্তবর্তী বাউলি গ্রামে একই পরিবারের ছয়জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এছাড়াও এ গ্রামের আরো বেশ কয়েকজনের করোনার লক্ষণ রয়েছে, যাদের শিগগিরই পরীক্ষা করা হবে। এজন্য গ্রামটিতে আগামী সাতদিনের জন্য বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে।
এছাড়াও সীমান্তবর্তী ছয়টি ইউনিয়নে করোনা রোধে ১৫ দিনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনিয়নগুলোতে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত মানুষের চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে। এছাড়া সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত দোকানপাট বন্ধ থাকবে।
Advertisement
অন্যদিকে জেলা শহর থেকে শুধু উপজেলা শহর পর্যন্ত যাত্রীবাহী বাস চলতে পারবে। সীমান্ত এলাকায় যেতে হলে ছোট যানে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হবে।
আব্দুল্লাহ আল মাসুদ/এসএমএম/এএসএম