রাজনীতি

পাকিস্তানের আচরণ শত্রু রাষ্ট্রের মতো : ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সাকা ও মুজাহিদের ফাঁসি কার্যকরে তাদের পক্ষাবলম্বন করে পাকিস্তান সরকার যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তা বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ বিরোধী এবং অত্যন্ত ন্যাক্কারজনক। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের সামিল। যা কোনো রাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে শিষ্টাচার বহির্ভূত। পাকিস্তানের এমন ভূমিকা শক্র রাষ্ট্রের আচরণের মতো। শুক্রবার দুপুরে শেরপুর জেলা সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ইতোমধ্যে পাকিস্তানের এমন ভূমিকা প্রত্যাখ্যান ও কৈফিয়ত তলব করেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকার ও জনগণ পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা কোন পর্যায়ে থাকবে সেটা পর্যালোচনা ও পুনর্বিবেচনা করা দরকার। সরকার এ বিষয়ে গভীরভাবে ভাবছে এবং কর্মপন্থা নির্ধারণ করবে। তথ্যমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার সকল যুদ্ধাপরাধীদের বিচারে অঙ্গীকারবদ্ধ। বঙ্গবন্ধু সরকার একত্তরে খুন-অগ্নিসংযোগ, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাড়ে ১২ হাজার যুদ্ধাপরাধীদের যে তালিকা তৈরি করে ছিলো তার বিচার কাজ পর্যায়ক্রমে চলতে থাকবে।    এ সময় উপস্থিত ছিলেন, জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরিন আখতার, জেলা প্রশাসক ড. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, জেলা তথ্য কর্মকর্তা মো. জালাল উদ্দিন প্রমুখ।হাকিম বাবুল/এআরএ/পিআর

Advertisement