দেশজুড়ে

বরিশালে ৩ দিনব্যাপি জীবনানন্দ মেলা শুরু

আধুনিক বাংলা কবিতার প্রাণ পুরুষ, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের স্মরণে বরিশালে শুরু হয়েছে ৩ দিনব্যাপি জীবনানন্দ মেলা। শুক্রবার সকাল ১০টার দিকে অমৃতলাল দে মহাবিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে মেলার উদ্বোধন করেন পশ্চিম বঙ্গের সাহিত্যিক, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. পবিত্র সরকার।উদ্বোধনী বক্তব্যে ড. পবিত্র সরকার বলেন, রবীন্দ্র পরবর্তীতে জীবনানন্দ দাশ অত্যন্ত শক্তিশালী কবি। তার জীবদ্দশায় সব লেখা প্রকাশিত হয়নি বলে এখন প্রতিদিনই জীবননান্দ দাশকে নিয়ে গবেষণা হয়। এটা যেমন পশ্চিমবঙ্গে হচ্ছে তেমনি বাংলাদেশেও হচ্ছে। তিনি মনে করেন, জীবনানন্দ দাশকে প্রকাশিত করার মধ্য দিয়ে আমাদের সাহিত্য সমৃদ্ধ হবে, উপকৃত হবো আমরা। এই মেলা বরিশালে সীমাবদ্ধ না রেখে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। এরপর কবির প্রতিকৃতিকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যলয় শিক্ষক সমিতিসহ বিভিন্ন সমাজিক ও সাংস্কৃতিক সংগঠন। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বের হয় একটি শোভাযাত্রা । শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কবি জীবনানন্দ স্মৃতি পাঠাগারে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজক সংগঠন জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যক্ষ তপঙ্কর চক্রবর্তীর সভাপতিত্বে কথা সাহিত্যিক ড. হরিশংকর জলদাস, লেখক চিত্রশিল্পী ড. কাজী মোজাম্মেল হোসেনসহ দেশ বিদেশের অর্ধ-শতাধিক কবি আড্ডায় মিলিত হন। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। তিনদিনের অনুষ্ঠানে থাকছে কবিতা পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা।সাইফ আমীন/এসএস/আরআইপি

Advertisement