টাঙ্গাইলে ভেজাল জর্দ্দা ও একটি আইসক্রিম তৈরি ও বিক্রির অপরাধে দুই কারখানা সিলগালা করাসহ দুই মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
বুধবার (২ জুন) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বর আইসক্রিম কারখানার মালিক ও সিরাজগঞ্জ জেলা সদরের মো. রফিকুল ইসলামের ছেলে মো. মোস্তাকিন হোসাইনকে (৩০) এক লাখ ও রতন পাতি জর্দ্দা কারখানার মালিক টাঙ্গাইলের মধুপুর উপজেলা সদরের টেংরী এলাকার আছব আলীর ছেলে রাসেল মিয়াকে (৪৫) ৫০ হাজার টাকা জরিমানা করাসহ কারখানা দুইটি সিলগালা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, ভেজাল পণ্য তৈরির অপরাধে কারখানা দুইটি সিলগালা করে দেয়া হয়েছে।
Advertisement
আরিফ উর রহমান টগর/এসআর/এমকেএইচ