স্বাস্থ্যবিধি মেনে কুয়াকাটা পর্যটন কেন্দ্র খুলে দেয়ার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)।
Advertisement
বুধবার (২ জুন) দুপুরে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হকের হাতে স্মারকলিপি তুলে দেন টোয়াকের সদস্যরা।
স্মারকলিপিতে বলা হয়, লকডাউনে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকায় লোকসান কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এতে হোটেল মালিক, ট্যুর অপারেটরস, ট্যুর গাইড, অটো চালক, মোটরগাইড, স্ট্রিড ফুড ভেন্ডার, হোটেল বয়সহ ১৮টি পেশার অন্তত পাঁচ হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছেন।
স্মারকলিপিতে স্বাস্থ্যবিধি মেনে অপরাপর সেবাগুলোর মতো পর্যটন কেন্দ্রও খুলে দেয়ার দাবি জানানো হয়।
Advertisement
টোয়াকের প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, কুয়াকাটায় পর্যটন শিল্পের সঙ্গে জড়িত প্রায় পাঁচ হাজার মানুষ কর্মহীন দিন কাটাচ্ছেন। তাই উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর কুয়াকাটা পর্যটন কেন্দ্রকে খুলে দেয়ার দাবিতে পর্যটন ব্যবসায়ীদের পক্ষে এই স্মারকলিপি প্রদান করা হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক বলেন, স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্র খুলে দেয়ার দাবিতে একটি স্মারকলিপি আমার কাছে পেশ করেছেন। স্মারকলিপিটি আমি প্রধানমন্ত্রীর কার্যালয় পাঠানোর ব্যবস্থা করবো।
আরএইচ/এমকেএইচ
Advertisement