জন্মনিবন্ধন করাতে ঘুষ দেয়ার অভিযোগে এক দালালকে আটক করাছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
Advertisement
বুধবার (২ জুন) ডিএসসিসির নগর ভবনে অঞ্চল-১ এর কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
আটক ওই দালালের নাম মো. রাসেল। তার গ্রামের বাড়ি নোয়াখালীতে।
ডিএসসিসির অঞ্চল-১ কার্যালয় সূত্র জানায়, বুধবার দুপুর ২টার দিকে ওই অঞ্চলের জন্মনিবন্ধন শাখায় যান রাসেল। এ সময় তিনি কাকরাইলের ঠিকানায় দু’টি জন্মনিবন্ধন করাতে সংশ্লিষ্টদের অনুরোধ করেন এবং কাগজপত্রের সঙ্গে দুই হাজার টাকা দেন। তখন তাকে ঘুষ দেয়ার অভিযোগে আটক করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন।
Advertisement
মামুন বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৩ এর বিদ্যুৎ শাখার লাইনম্যান হাবিব তাকে এই জন্মনিবন্ধন করতে কাগজপত্র এবং টাকা দিয়েছেন। যাদের নামে জন্মনিবন্ধন হবে, তাদের তিনি চিনেন না।
তবে লাইনম্যান হাবিব বলেন, আমিই রাসেলকে পাঠিয়েছি। ডিএসসিসির সংশ্লিষ্টরা টাকা দাবি করায় রাসেল টাকা দিতে চেয়েছে।
জানতে চাইলে মেরীনা নাজনীন জাগো নিউজকে বলেন, রাসেল ঘুষের বিনিময়ে দ্রুত সময়ের মধ্যে জন্মনিবন্ধন করাতে চেয়েছিলেন। তাই তাকে আটক করা হয়েছে। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
তিনি বলেন, জন্মনিবন্ধন করাতে মাত্র ৫০ টাকা ফি লাগে। এর বাইরে কোনো টাকা লাগে না।
Advertisement
এমএমএ/এএএইচ/এমকেএইচ