দেশজুড়ে

নোয়াখালীতে ৩১৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত ১২০

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ১২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এসময় ৩১৩ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। তবে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।

Advertisement

এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৭১৫ জনে। এদের মধ্যে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১২১ জনের।

বুধবার (২ জুন) সকাল ১১টায় নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, এটি গত দু’মাসের মধ্যে জেলায় একদিনে সর্বোচ্চ শনাক্ত।

Advertisement

তিনি আরো জাানন, আক্রান্তদের মধ্যে ৭২ জন সদর উপজেলার, সুবর্ণচরের একজন, বেগমগঞ্জের ১৭ জন, সোনাইমুড়ীর ছয়জন, চাটখিলের ১০ জন, সেনবাগের সাতজন, কোম্পানীগঞ্জের ছয়জন ও কবিরহাটের একজন রয়েছেন।

জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বর্তমান পরিস্থিতিতে শনাক্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করার কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। নোয়াখালী পৌরসভায় ১৩টি বাড়ি লকডাউন করা হয়েছে।

এসএমএম/জেআইএম

Advertisement