আগের ম্যাচে বৃষ্টিতে এক পয়েন্ট হাতছাড়া করা প্রাইম দোলেশ্বর পেল প্রথম জয়। ৩১ মে বিকেএসপিতে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ধুয়েমুছে যাবার পর আজ বুধবার শেরে বাংলায় দ্বিতীয় খেলায় এসে জয়ের দেখা পেল প্রাইম দোলেশ্বর।
Advertisement
সকালের ম্যাচে খেলাঘর সমাজ কল্যানকে ১৯ রানে হারিয়েছে ফরহাদ রেজার দল। তরুণ ওপেনার ইমরানউজ্জামানের আক্রমণাত্মক ৪০ রানের (১৭ বলে চার ছক্কা ও তিন বাউন্ডারি) ঝড়ো ইনিংসের ওপর ভর করে ২০ ওভারে ১৪৯ রানের মাঝারি স্কোর গড়ে প্রাইম দোলেশ্বর। জবাবে ১৩০ রানেই অলআউট হয় খেলাঘার।
আজ সকাল থেকে আকাশে মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টি হওয়ার মত পরিস্থিতি তৈরি হয়নি। যার ফলে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টায়, যথাসময়েই শুরু হয়েছিল ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রাইম দোলেশ্বর এবং খেলাঘর সমাজকল্যাণ সমিতির ম্যাচ। শুধু তাই নয়, যথাসময়েই শেষ হলো ম্যাচটি।
ওপেনার ইমতিয়াজ তান্না (৩) আর অধিনায়ক জহুরুল ইসলাম (১) শুরুতে অল্প রানে আউট হবার পর প্রতিষ্ঠিত পারফরমার ফরহাদ হোসেন একপ্রান্ত আগলে রাখার কাজটি করেন।
Advertisement
সালমান হোসেন (২৭ বলে ১৪) আর মেহেদি হাসান মিরাজ (১০ বলে ১২) কিন্তু মিডল অর্ডারে তাকে আর কেউ সহযোগিতা করতে না পারায় ফরহাদ হোসেনের ৩৫ বলে করা ৩৩ রানের ইনিংসটি সে অর্থে কোনই কাজে আসেনি। এরপর ওভার পিছু রান গতি বেড়ে যায়।
সব ব্যাটসম্যান ব্যর্থ হলেও শেষ দিকে লেগস্পিনার রিশাদ হোসেন একাই লড়াই করেন খেলাঘরের হয়ে। ১৯ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলার পথে প্রাইম দোলেশ্বরের দুই নামী ও প্রতিষ্ঠিত পেসার কামরুল ইসলাম রাব্বিকে দুটি আর একটি ফরহাদ রেজাকে একটি করে ছক্কা হাঁকান তরুণ রিশাদ। কিন্তু তাতে ব্যবধানই কমেছে শুধু।
প্রাইম দোলেশ্বরের হয়ে ২টি করে উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি, রেজাউর রহমান রাজা এবং এনামুল হক জুনিয়র। ১টি করে উইকেট নেন ফরহাদ রেজা, শরিফুল্লাহ এবং তাইবুর রহমান।
এর আগে টস জিতে খেলাঘর অধিনায়ক জহুরুল ইসলাম প্রতিপক্ষ প্রাইম দোলেশ্বরকে ব্যাট করার আমন্ত্রন জানান। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করেছে প্রাইম দোলেশ্বর। তরুণ ইমরানুজ্জামানের ব্যাটে ঝড় উঠেছিল। তিনি ১৭ বলে করেন ৪০ রান।
Advertisement
ওপেনার ইমরানউজ্জামান (১৭ বলে ৪ ছক্কা এবং ৩ বাউন্ডারিতে ৪০) ঝড়ো সূচনা করে দিলেও বাকিরা তার সাথে মিল রেখে ব্যাট করতে পারেননি। অপর ওপেনার ফজলে রাব্বি করেছেন ২২ বলে ১৪ রান।
তিন নম্বরে ব্যাট করতে নামা সাইফ হাসান ৩৩ বল খেলে করেছেন ২৮ রান। ২০ বলে ২১ রান করেছেন মার্শাল আইয়ুব। শামিম হোসেন করেছেন ১২ বলে ১৬ রান। শেষ দিকে শরিফুল্লাহ ৯ বলে অপরাজিত ছিলেন ১৫ রানে। অধিনায়ক ফরহাদ রেজা ৬ বলে করেছেন ৯ রান।
খেলাঘরের হয়ে ৩ ওভার বল করে মাত্র ৯ রান দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। উইকেট নিয়েছেন ১টি। খেলাঘর অধিনায়ক জহুরুল ইসলাম অমি বাকি এক ওভার যে তাকে করাননি, সেটা তিনিই ভালো জানেন। খালেদ আহমেদ এবং মাসুম খান নিয়েছেন ২টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোরকার্ডপ্রাইম দোলেশ্বর : ১৪৯/৬, ২০ ওভার (ইমরান ৪০, সাইফ ৩৩, মার্শাল আইয়ুব ২১, শরিফুল্লাহ ১৫, ফজলে রাব্বি ১৪; মেহেদী হাসান মিরাজ ১/৯। খালেদ আহমেদ ২/৩০, মাসুম খান ২/৩২)।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি : ১৩০/১০, ২০ ওভার (ফরহাদ হোসেন ৩৩, সালমান ১৪, মেহেদি হাসান মিরাজ ১২, রিশাদ হোসেন ৩৭; কামরুল রাব্বি ২/৩৩, এনামুল জুনিয়র ২/২২, রেজাউর রহমান রাজা ২/২২, ফরহাদ রেজা ১/২৯ , শরিফুল্লাহ ১/৭)।
ফল : প্রাইম দোলেশ্বর ১৯ রানে জয়ী।
এআরবি/আইএইচএস/জেআইএম