কুমিল্লার ৬টি পৌরসভায় এখন নির্বাচনী হাওয়া বইছে। এখনো প্রতীক বরাদ্দ না হলেও প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রাপ্তরা মাঠে নেমে পড়েছেন। বিশেষ করে দলীয় মনোনয়ন প্রাপ্তি নিয়ে প্রার্থীদের মধ্যে যে উৎকণ্ঠা ছিল বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের পর তা দূর হয়েছে। তবে জেলার ৬টি পৌরসভায়ই আ. লীগ-বিএনপিতে একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায় দলীয় ফোরামে এ নিয়ে সমঝোতার চেষ্টা চলছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বিদ্রোহীরা মনোনয়নপত্র প্রত্যাহার না করলে তাদের বহিষ্কার করা হতে পারে বলেও দলীয় সূত্রে জানা গেছে। জেলার ৮টি পৌরসভার মধ্যে চান্দিনা, লাকসাম, দাউদকান্দি, বরুড়া, চৌদ্দগ্রাম ও হোমনা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জানা যায়, দলীয় মনোনয়ন পেয়ে প্রচারণার মাঠে নেমেছেন জেলার লাকসাম পৌরসভায় আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রাপ্ত উপজেলা যুবলীগের আহ্বায়ক অধ্যাপক আবুল খায়ের, বিএনপি থেকে ২০১৩ সালের ২৭ নভেম্বর থেকে নিখোঁজ পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজের স্ত্রী শাহনাজ বেগম ও জাতীয় পার্টি থেকে মোখলেছুর রহমান। চান্দিনায় বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত বর্তমান মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আলমগীর খান, আওয়ামী লীগ থেকে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, জাতীয় পার্টি থেকে আবুল কালাম আজাদ মনোনয়ন পেয়েছেন। হোমনা পৌরসভায় আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রাপ্ত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, বিএনপি থেকে আলহাজ্ব আবদুল লতিফ ও জাতীয় পার্টি থেকে দলের উপজেলা সভাপতি ইসমাইল হোসেন সিরাজী দলীয় মনোনয়ন পেয়ে মাঠে গণসংযোগ করছেন। চৌদ্দগ্রাম পৌরসভায় আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, বিএনপি থেকে পৌর বিএনপির সভাপতি ড. জিএম নয়ন বাঙালি ও জাতীয় পার্টি থেকে খোরশেদ আলম মনোনয়ন পেয়েছেন। বরুড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ নেতা বাহাদুরুজ্জামান, বিএনপি থেকে বর্তমান পৌর মেয়র ও উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন পাটোয়ারী এবং জাতীয় পার্টি থেকে এসএ ওয়াদুদ মিয়াজী, বিএনপি থেকে যুবদলের কেন্দ্রীয় কমিটির নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কেএমআই খলিল, আওয়ামী লীগ থেকে নাঈম ইউসুফ সেইন ও জাতীয় পার্টি থেকে অহিদুল ইসলাম সরকার মনোনয়ন পেয়ে মাঠে গণসংযোগ করে যাচ্ছেন। কামাল উদ্দিন/এসএস/আরআইপি
Advertisement