খেলাধুলা

শেষ দুই ম্যাচে অনিশ্চিত তামিম

ঢাকা পর্বে ৪ ম্যাচের ৩টিতে হেরে চট্টগ্রামে ঘুরে দাঁড়ানোর সংকল্প ছিল চিটাগাং ভাইকিংসের। তবে ঘরের মাঠে দর্শকের পুরো সমর্থনেও উজ্জীবিত হতে পারছে না তামিমের দল। একের পর এক হারে টুর্নামেন্ট থেকে বিদায়ের দ্বারপ্রান্তে তারা। এবার বৃহস্পতিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচে কুঁচকিতে চোটের কারণে শেষ দুই ম্যাচে খেলা নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে দলের সবচেয়ে বড় তারকা তামিম ইকবালের। কুমিল্লার বিপক্ষে ৫ উইকেটে হেরে যাওয়া এই ম্যাচে ফিল্ডিংয়ের সময় বেশ কিছু্ক্ষণ মাঠের বাইরে ছিলেন তামিম। পরে সংবাদ সম্মেলনে জানালেন চোটের কথা।সংবাদ সম্মেলনে তামিম জানান, `আমার কুঁচকিতে টান লেগেছে। এই মুহূর্তে খুবই ব্যথা করছে। পরের দুটো ম্যাচ নাও খেলতে পারি। যদিও ম্যাচের আগে এখনও ২-৩ দিন সময় আছে। চূড়ান্ত সিদ্ধান্ত তখন নেব। তবে আপাতত ফিজিও বলেছেন, এটা ঠিক হতে ১০ দিনের মত সময় লাগে।`তামিম আরও বলেন, `আমরা চেষ্টা করেছি ভালো খেলতে, পারিনি। এখন শেষ দুই ম্যাচে চেষ্টা করব সমর্থকদের কিছু একটা দিতে। আর পরের বার ফিরব আরও শক্তিশালী হয়ে।`এমআর/আরআইপি

Advertisement