আইন-আদালত

রিসোর্টে হামলা : এক আসামির জামিন চেম্বারে স্থগিত

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির নেতা মাওলানা মামুনুল হককে সোনারগাঁওয়ের রিসোর্টে আটক ও তাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় হামলা, ভাঙচুর, লুটপাটের মামলায় জুয়েল রানা নামে এক আসামির জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বারজজ আদালত।

Advertisement

ওই আসামিকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি আট সপ্তাহের জন্য স্থগিত করেন আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বারজজ আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। তিনি বুধবার (২ জুন) আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হককে সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে গত ৩ এপ্রিল এক নারীসহ আটক করা হয়। এরপর তার সমর্থকরা তাকে ছিনিয়ে নেয়।

Advertisement

এ ঘটনাকে কেন্দ্র করে ওইদিনই সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ এপ্রিল সোনারগাঁও থানায় মামলা হয়।

এ মামলায় জুয়েল রানাকে গ্রেফতারের পর গত ১৩ এপ্রিল কারাগারে পাঠানো হয়। পরে তার আবেদনের শুনানি নিয়ে ২৭ মে হাইকোর্ট তাকে জামিন দেন। এই জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

এফএইচ/বিএ/জেআইএম

Advertisement