আন্তর্জাতিক

তুরস্কের বিরুদ্ধে মামলা করবে ইরাক

সন্ত্রাসী গোষ্ঠী আইএসের সঙ্গে মিলে তেল পাচারের অভিযোগ প্রমাণিত হলে তুরস্কের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মামলা করবে ইরাক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছেন। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির নুরি বলেছেন, “যদি আমরা এ বিষয়ে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাই, তাহলে তুরস্কের বিরুদ্ধে মামলা দায়ের করতে মোটেই দ্বিধা করবো না।”তিনি আরো জানান, ট্যাংকারের মাধ্যমে কিছু দেশে তেল পাচারের বিষয়ে বেশকিছু তথ্য এরইমধ্যে ইরাকের হাতে পৌঁছেছে। এর মধ্যে তুরস্কের নাম রয়েছে বলেও জানান তিনি।এদিকে আইএসের সঙ্গে তেলবাণিজ্য রক্ষা করতেই তুরস্ক রুশ যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি আইএসের কাছ থেকে তুরস্ক যে তেল নিচ্ছে রাশিয়ার কাছে তার যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে বলেও জানান তিনি।আরএস/আরআইপি

Advertisement